ডিজিটাল বাংলাদেশ রূপকল্প অর্জনে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) বাংলাদেশ সরকারের সফলতম অর্জন। বাংলাদেশের নাগরিকদের মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) এবং প্রদানের লক্ষ্যে জুলাই ২০০৯ থেকে দেশের অভ্যন্তরে ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশের বাহিরে বাংলাদেশ দূতাবাসসমূহে প্রকল্পের অনুমোদন করা হয় । অত্র কার্যালয়ে ২৩-০৪-২০১০ খ্রিঃ হতে এমআরপি ও এমআরভি কার্যক্রম শুরু হয় । যদিও ১৯৭০ সালে রাজশাহী পাসপোর্ট অফিস যাত্রা শুরু করে ম্যানুয়েল পাসপোর্ট বা হাতে লিখা পাসপোর্ট সেবা প্রদানের মাধ্যমে। এ পর্যন্ত বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, রাজশাহী হতে ৩,১২,৮১০টি মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) এবং ১,২৩০টি মেশিন রিডেবল ভিসা (MRV) প্রদান করা হয়েছে। এছাড়া অত্র কার্যালয়ের অধীনস্ত অফিসসমূহ হতে প্রায় ৭,৮১,৬১০টি মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) ইস্যু করা হয়েছে। পাসপোর্ট সেবার মান উন্নয়নের লক্ষ্যে ভাড়া বাড়ী হতে নিজস্ব ভবনে পাসপোর্ট অফিস স্থাপন করা হয়েছে । নিজস্ব ভবনটি ০৫ সেপ্টেম্বর ২০১৩ খ্রিঃ তারিখে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বে অত্র অফিস হতে নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলাসমুহের জনগণ পাসপোর্ট সেবা পেতেন। বর্তমানে পাসপোর্ট সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় পৌছে দেবার জন্য ২০১৪ সাল থেকে এই কার্যালয়ের আওতাধীন নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ জেলায় আলাদা পাসপোর্ট অফিস স্থাপিত হয়েছে। সরকারের অন্যান্য দপ্তরের ন্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়োজিত ডিজিটাল মেলায় পাসপোর্ট সেবার মান উন্নয়নের জন্য বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, রাজশাহী প্রতি বছরেই অংশ গ্রহন করে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS